অনলাইন ডেস্ক :: লালমনিরহাট-১.২ ও ৩ সংসদীয় ১৬.১৭ ও ১৮ এই ৩টি আসনের ১৬জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটানিং অফিসার মোহাম্মদ শফিউল আরিফ প্রার্থীদের উপস্থিতিতে তাদের মধ্যে প্রথীক বরাদ্দ দেন।
প্রতীক প্রাপ্তরা হলেন-লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে আ'লীগ মনোনীত মোতাহার হোসেন (নৌকা প্রতীক), জাপা (এরশাদ) মনোনীত মেজর (অবঃ) খালিদ আখতার (লাঙ্গল প্রতীক), বিএনপি মনোনীত ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান (ধানের শীষ প্রতীক), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) মনোনীত হাবিবুর রহমান বকুল (হাতপাখা প্রতীক), ন্যাশনাল পিপল্স পার্টির (এনপিপি) আব্দুস সাত্তার (আম প্রতীক) ও বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (জাসদ) এর ছাদেকুল ইসলাম (মশাল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন মুরাদ পেয়েছেন টেলিভিশন (স্বতন্ত্র)।
লালমনিরহাট ২ আসনে (আদিতমারী-কালীগঞ্জ) আসনে আ’লীগ মনোনীত নুরম্নজ্জামান আহমেদ (নৌকা প্রতীক), বিএনপি মনোনীত রোকন উদ্দিন বাকুল (ধানের শীষ প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির শরিফুল ইসলাম(আম), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) মনোনীত ইব্রাহীম হোসেন খান (হাতপাখা প্রতীক) ও মুসলিমলীগ বাংলাদেশের বাদশা মিয়া পেয়েছেন (হারিকেন প্রতীক)।
লালমনিরহাট ৩ (সদর) আসনে-মহাজোট মনোনীত জাপা প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (লাঙ্গল প্রতীক), বিএনপি মনোনীত আসাদুল হাবিব দুলু (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আজমুল হক পাটোয়ারী পুতুল (মই প্রতীক) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) মনোনীত মোকছেদুল ইসলাম পেয়েছেন (হাতপাখা প্রতীক)।
সোমবার বিকেল থেকে এসব প্রার্থী তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা চালাতে পারবেন বলে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিউল আরিফ জানান।