অনলাইন ডেস্ক:: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে ইটভাটায় কয়লা নামানোর সময় ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শ্রমিক।
আজ শুক্রবার (২৫ জানুয়ারি) ভোর সোয়া ৫ টার দিকে উপজেলার ষোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় নিহত শ্রমিকরা কয়লাস্তূপের পাশে একটি ঘরে ঘুমিয়ে ছিলেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ভোরে ট্রাক থেকে কয়লা আনলোড করা হচ্ছ্লি। এ সময় একটি চাকা ফেটে যায়। তখন ট্রাকটি উল্টে পাশের একটি ঘরের ওপর গিয়ে পড়ে। সেই ঘরে ইটভাটার শ্রমিকরা মেস করে থাকতেন।’
তিনি আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ শ্রমিক নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজন মারা যান। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন- কণক চন্দ্র রায়, বিকাশ চন্দ্র রায়, মিলন চন্দ্র রায়, দিপু চন্দ্র রায়, রঞ্জিত চন্দ্র রায়, মনোরঞ্জন চন্দ্র রায়, অমিত চন্দ্র রায়, শংকর চন্দ্র রায়, বিপ্লব চন্দ্র রায়, তরুণ চন্দ্র রায়, মো. মাসুদ, মো. মোরসালিন ও মো. সেলিম। সবাই নীলফামারী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কুমিল্লার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ট্রাকটি উদ্ধারে কাজ চলছে। লাশ উদ্ধার করে ইট ভাটাতেই রাখা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আবুল ফজল মীর।
দুর্ঘটনার কারণ সম্পর্কে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাকটি অতিরিক্ত মালামাল বহন করছিল। ইটভাটার ভেতরে রাস্তা উঁচু-নিচু হওয়ায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।