নিউজডেস্ক:: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভাশুরের বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগ তুলেছেন জেসমিন আক্তার নামে এক গৃহবুধ।
এ ঘটনায় দুইজনকে আসামি করে ১২ ডিসেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। তার স্বামীর নাম আরিফুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি গ্রামের বাসিন্দা দুই ভাই লতিফুল ইসলাম ও আরিফুল ইসলাম বেশ কয়েকদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ করছিলেন। এ কারণে আরিফুল ও তার স্ত্রীকে হত্যার হুমকিও দেন লতিফুল।
জেসমিন আক্তারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১০ ডিসেম্বর রাতে তাকে ও তার স্বামীকে হত্যার উদ্দেশে এসিড নিক্ষেপ করেন ভাশুর লতিফুল ইসলাম ও তার শ্যালক আলিমুল হক। এতে তার দুই হাত পুড়ে যায়। দুই দিন অসুস্থ থাকার পর হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেনতিনি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।