নিউজ ডেস্ক :: জাতীয় পার্টির কো চেয়ারম্যান লালমনিরহাট ৩ (সদর) আসনের মহাজোট প্রার্থী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, মহাজোটের বিজয় নিশ্চিত করতে জোট নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে কিছু আসনে জাপা'র প্রার্থীকে উন্মুক্ত করা হয়েছে। যা মহাজোটের বিজয়কে নিশ্চিত করবে।
বুধবার(১২ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট হাসপাতাল রোডে নিজেস্ব বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, একাদশ সংসদে মহাজোটের বিজয় হলে লালমনিরহাটকে অর্থনৈতিক অঞ্চলহি সেবে গড়ে তুলে যুবসমাজের কর্মক্ষেত্র সৃষ্টি করা হবে। পরিত্যাক্ত বিমানবন্দর, মোগলহাট স্থলবন্দর, কয়েকটি আন্তঃনগর ট্রেন চালু করে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিনত করা হবে লালমনিরহাটকে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির কো চেয়ারম্যান বলেন, বিপক্ষ প্রার্থী আমাকে (কাদের) চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজ বলতে না পেয়ে বহিরাগত বলে প্রচারনার চেষ্টা করছে। যা সঠিক নয়। আগামী দিনে ক্ষমতায় এলে সংসদের কাজ শেষে লালমনিরহাটের বাসায় থাকব। বহিরাগত বলার কোন সুযোগ নেই এবং আগামীতেও থাকবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সারা দেশের ন্যায় লালমনিরহাটেও অভুতপুর্ব উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে লালমনিরহাট বাসী আবারো মহাজোটের পক্ষে ভোট বিপ্লব ঘটাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ুন কবির প্রমুখ।