Jan 25, 2019

লালমনিরহাটে এটুআই প্রোগ্রামের অ্যাম্বাসেডর সম্মেলন



নিউজ ডেস্ক:: মাধ্যমিক স্তরের শিক্ষা মানোন্নয়নের লক্ষ্যে এটুআই প্রোগ্রামের মাধ্যমে ডিজিটালাইজ ব্যবস্থায় শিক্ষাকে যুগোপযুগি ও আ্যাকসেস করার বিষয়ে রংপুর বিভাগীয় অ্যাম্বাসেডরদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এটুআই প্রেগ্রামের গণসংযোগ কর্মকর্তা ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ কবির হোসেন, বিশেষ অতিথি ছিলেন এটুআই প্রেগ্রামের এডুকেশন টেকনিক্যাল এক্সপার্ট ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম সুজন, রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক গোলাম ফারুক।

সম্মেলনের সমন্বয়ক ছিলেন কালীগঞ্জ করিম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রংপুর বিভাগীয় আ্যম্বাসেডর খুরশীদুজ্জামান আহমেদ।

সম্মেলনে রংপুর বিভাগের ৮ জেলার ২২০জন অ্যাম্বাসেডর অংশ নেয়। বক্তারা বর্তমান শিক্ষাকে শহর থেকে গ্রাম পর্যায়ে একই মানের করার লক্ষ্যে সরকার এটুআই প্রোগ্রামের মাধ্যমে শ্ক্ষিাকে এ্যাকসেস করতে এ উদ্যোগ হাতে নিয়েছে বলে জানান। এজন্য অ্যাম্বাসেডরদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।