Mar 12, 2019

সমাজ কল্যান মন্ত্রীর এপিএসের মামলা প্রত্যাহার দাবি


সমাজ কল্যান মন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে নির্বাচনি আচরন বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি করেছেন আওয়ামীলীগের নৌকার প্রার্থী।

সোমবার (১১ মার্চ) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারের ব্যক্তিগত গদিঘরে সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন স্থগিত হওয়া আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম (নৌকা)।

নৌকার চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম লিখিত বক্ত্যে বলেন, জনসমর্থন না পেয়ে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনকে বানচাল করতে তার প্রতিপক্ষ ফারুক ইমরুল কায়েস (মোটর সাইকেল) আচরন বিধি ভঙ্ঘের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে প্রচারনার শেষ সময়ে নির্বাচনটি স্থগিত করেছেন। শুধু তাই নয়, এ মিথ্যা অভিযোগটির কারনে নির্বাচন কমিশন সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন। এ নির্দেশে ৮ মার্চ দিনগত রাতে আদিতমারী থানায় এপিএস মিজানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু সাঈম। এ মিথ্যা ও ভিত্তিহীন মামলাটি দ্রুত প্রত্যাহারসহ স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দেয়ারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনছুর আলী, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক হযরত আলী, সারপুকুর ইউনিয়নের ৭নং সাবেক সভাপতি আলহাজ্জ আবুল কালাম আজাদ, উপজেলা আলীগের সহ-সভাপতি রইজ উদ্দিন প্রমুখ।

Feb 1, 2019

লালমনিরহাটে বিএনপি'র ৩ নেতাকর্মী গ্রেপ্তার


প্রতীকি ছবি-                         

অনলাইনডেস্ক:: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি'র ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে বুধবার (৩০ জানুয়ারি) বড়বাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিঠু সদর থানায় মামলা দায়ের করেন। এ মাললায় লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলুসহ ২৭ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বড়বাড়ী ইউনিয়ন বিএনপি নেতা সাজেদুল ইসলাম (৪০), আমজাদ হোসেন (৪৩) ও মিঠু মিয়া (৪৭)। সাজেদুল ইসলাম শিবরাম এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে, আমজাদ হোসেন খেদাবাগ এলাকার আনছার আলীর ছেলে ও মিঠু মিয়া সাদেকনগর এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রায়হান আলী বলেন, অগ্নিসংযোগ, বিলবোর্ড সরিয়ে বিলবোর্ড স্থাপনের বিষয়ে তদন্ত চলছে। এজাহারে নাম থাকা ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে বিলবোর্ড সরানো ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আওয়ামীলীগ নেতাদের পরিদর্শন
মামলার বাদী আশরাফুল ইসলাম মিঠু বলেন, সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশে বিএনপির ক্যাডাররা শিমুলতলা বাজারে ত্রাস সৃষ্টি করলে লোকজন সরে যায়। এ সময় তারা শিমুলতলা বাজারের শিমুল গাছে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত বিলবোর্ডটি সরিয়ে আসাদুল হাবিব দুলুর ছবিযুক্ত একটি বিলবোর্ড টানায়। এরপর আওয়ামী লীগ দলীয় কার্যালয়টি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনায় আসাদুল হাবিব দুলুসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছি। এখন বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই আমাদের দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ভুয়া ও গায়েবি মামলায় গ্রেপ্তার অব্যাহত রয়েছে। আমাকে হয়রানি করতেই নিজেরা নিজেদের অফিসে আগুন লাগিয়ে এবং বিলবোর্ড সরিয়ে আমাকেসহ ২৭ জন বিএনপি'র নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া মামলা করেছে। এই ঘটনায় আমি গণমাধ্যমের ঠিক প্রতিবেদন আশা করি।

পাটগ্রামে ট্রাকচাপায় হিজড়া নিহত


অনলাইনডেস্ক:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাপায় মহারানী নামে এক হিজড়া নিহত হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে বুড়িমারী স্থলবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহারানী (৩২) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকার কছির উদ্দিনের সন্তান।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে বুড়িমারী জিরো পয়েন্টের বিজিবি চেক পোস্টের অদূরেই ট্রাকচাপা পড়েন মহারানী। তিনি এ সময় আমদানি-রফতানি পণ্যবাহী ভারত, বাংলাদেশ ও ভুটানের ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা তুলছিলেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমরুল কায়েস বলেন, ট্রাকচাপায় গুরুতর আহত মহারানীকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালককে ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Jan 28, 2019

হিমাগার না থাকায় আলু চাষে লোকসান



অনলাইন ডেস্ক:: লালমনিরহাটের তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর চর অঞ্চলের হাজার হাজার কৃষকরা প্রতিবছর আলু চাষ করে লাভবান হলেও এবার রবি মৌসুমে আলু চাষ করে লোকসানে মুখে পড়েছে। বাজারে ভালো দাম না পাওয়ায় তারা এখন আলু চাষ করে বিপাকে পড়েছে। গত দুই বছর ধরে আলু চাষ করে লোকসানের মুখে পড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের অনেকেই এ বছর আলু চাষ করেনি। আবার অনেকেই লোকসান পুষিয়ে নিতে আলু তুলেই ভুট্টা চাষ শুরু করেছে।

গত বছর জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৪২০ হেক্টর জমি। আর এবার আবাদ হয়েছে পাঁচ হাজার ৭০০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫ হাজার ১৩০ মেট্রিন টন। এ ছাড়া জেলার সদর উপজেলা ছাড়া বাকি চার উপজেলায় হিমাগার না থাকায় বিপাকে পড়তে হচ্ছে আলু চাষীদের।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, লালমনিরহাটে আবহাওয়া অনুকূল থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় আলুর বাম্পার ফলন হয় বরাবরেই। তাই কৃষকরা অন্য ফসলের চেয়ে আলু চাষে বেশি আগ্রহী হয়ে ওঠে। কিন্তু গত দুই থেকে নিত বছর ধরে অসময়ে বৃষ্টিপাতের সাথে পোকার আক্রমণের কারণে আলুর ফলন কম হয়। আবার ক্ষেতে জ্বলা, কারেন্ট, দাউদসহ নানা রোগ দেখা দিচ্ছে। তাতে কীটনাশক দিয়েও কোনো কাজ হয় না। পাশাপাশি বাজারে আলুর ভালো দামও পাচ্ছে না কৃষকেরা।

জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের তিস্তা চরাঞ্চলের কৃষক মহাসিন আলী জানান, প্রতি বছরে তিনি কমপক্ষে চার থেকে পাঁচ বিঘা জমিতে আলু চাষ করতেন। জমি থেকে আলু উত্তোলনের পর সেগুলো বিভিন্ন হিমাগারে রাখতেন। কিন্তু গত বছর আলুর দাম না থাকায় হিমাগার থেকে তিনি আলু উত্তোলন করেননি। সব মিলিয়ে তার আলু চাষে ৬৫ হাজার টাকা লোকসান হয়েছে। তাই এ বছর তিনি আলু চাষ না করে ভুট্টা চাষ করেছেন।

ওই এলাকার অপর আলু চাষি জমসের মোল্লা জানান, আলু চাষ করলেও বাজারে দাম না থাকায় লোকসান হয়েছে তার। তাই আলু তুলেই ওই জমিতে ভুট্টা চাষ করে আলুর ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। আলু চাষে প্রচুর ব্যয়, আবার উৎপাদন অনুযায়ী আলুর দাম না থাকা, আলুতে নানা ধরনের রোগের কারণে কৃষকরা আলু চাষে উৎসাহ হারিয়ে ফেলছে। তা ছাড়া আলু চাষের কীটনাশকের দাম বৃদ্ধি থাকায় বিপদে পড়তে হয়েছে। এ ছাড়া এলাকায় কাছাকাছি হিমাগার না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আলু যখন তোলা হয়, তখন দাম তুলনামুলক একটু কম থাকে। তাই আলু রাখার জন্য হিমাগার প্রয়োজন। কিন্তু এ জেলায় সদর উপজেলা ছাড়া বাকি চার উপজেলায় হিমাগার না থাকায় বিপাকে পড়তে হচ্ছে আলু চাষীদের।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিধু ভূষণ রায় জানান, আমরা কৃষদের আলু চাষের লোকসান পোষানোর জন্য ভুট্টাসহ অন্য কিছু আবাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। গতবারের হিমাগারে রাখা আলু গুলো এখন আর খাওয়ার উপযোগী নেই। কারণ বাজারে নতুন আলু চলে এসেছে। সে কারণে এবার অনেক কৃষক আলু চাষ না করে ভুট্টাসহ অন্যান্য আবাদে ঝুঁকে পড়েছে।

বিরল রোগ: কিডনির অবস্থান পায়ে



অনলাইন ডেস্ক:: বিরল রোগের কারণে কিডনির অবস্থান পায়ে! শুনতে অবাক লাগলেও এমনই একটি রোগে ভুগছে ব্রিটেনের দশ বছর বয়সী বালক হামিশ রবিনসন। জিনগত সমস্যাই এই রোগের কারণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা আরও জানান, হামিশই হয়তো একমাত্র মানুষ যার দেহে একটি নির্দিষ্ট ক্রোমোজোম নেই। ‘সেভেন পি টু টু’ (7p22.1) নামের ক্রোমোজোমের অভাবে সৃষ্ট এই বিরল রোগটিকে তারা অভিহিত করেছেন ‘হামিশ সিনড্রোম’ নামে। এই রোগে শরীরের কোনও গুরুত্বপূর্ণ অঙ্গ যথাস্থানে না থেকে অন্য জায়গায় অবস্থান করতে পারে।

হামিশের ক্ষেত্রে, তার শরীরে কিডনির অবস্থান ডান পাশের থাইয়ের উপরের দিকে। এর আগে কখনও এমন রোগীর সন্ধান পাওয়া যায়নি বলেই জানিয়েছেন হামিশের চিকিৎসকরা।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট সময়ের প্রায় ৬ সপ্তাহ আগেই ভূমিষ্ঠ হয়েছিল হামিশ। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ২ পাউন্ড বা ৯০০ গ্রাম। কথা বলতেও তার সমস্যা হয় বলে জানিয়েছেন শিশুটির মা।

তিনি আরও জানান যে, ১৭ মাস বয়সে প্রথমবারের মতো ‘মাম্মি’ শব্দটি উচ্চারণ করেছিল হামিশ। এরপর তার মুখ থেকে দ্বিতীয় শব্দ শুনতে আরও অন্তত ছয় বছর অপেক্ষা করতে হয়েছিল তার মা-কে।

তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি হামিশকে। নিয়মিত স্কুলে যায় সে। শিখছে কারাতেও। সূত্র: ঢাকা ট্রিবিউন।