Feb 1, 2019

পাটগ্রামে ট্রাকচাপায় হিজড়া নিহত


অনলাইনডেস্ক:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাপায় মহারানী নামে এক হিজড়া নিহত হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে বুড়িমারী স্থলবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহারানী (৩২) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকার কছির উদ্দিনের সন্তান।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে বুড়িমারী জিরো পয়েন্টের বিজিবি চেক পোস্টের অদূরেই ট্রাকচাপা পড়েন মহারানী। তিনি এ সময় আমদানি-রফতানি পণ্যবাহী ভারত, বাংলাদেশ ও ভুটানের ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা তুলছিলেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমরুল কায়েস বলেন, ট্রাকচাপায় গুরুতর আহত মহারানীকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালককে ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।